Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ অক্টোবর ২০২২

চেয়ারম্যান মহোদয়ের বার্তা

প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান

বি.এসসি. ইঞ্জিনিয়ারিং (বুয়েট)

এম.এসসি. ইঞ্জিনিয়ারিং (নরওয়ে), এমবিএ

 

Bangladesh Power Development Board (BPDB), the vanguard organization of Bangladesh power sector has been relentlessly serving the nation for last 50 years. At present, we have achieved to bring 100% people under electricity coverage and have reached per capita generation of 560 kWh (including captive and renewable energy). 

 

Electricity is a vital element for enhancing economic growth, poverty alleviation and social development. Considering this enormous importance of power, government adopted short-term, medium-term, and long-term plan for power generation of which short term plan has already been successfully implemented. Now we are establishing mid term plan with special focus to materialize long term plan. Along with all that, we are working on preparing an Integrated Energy and Power System Master Plan with special focus on zero or lower carbon emission. 

 

Government has made the most strategic and timely changes in the power generation planning in terms of fuel diversity. To elaborate, diverse fuel options like liquid fuel, imported and indigenous coal, renewable energy, LNG and nuclear power have been explored in power generation planning after considering existing gas supply shortage, uncertainty of gas supply in future and analyzing primary fuel supply scenarios for future power generation. Efforts are now under way to reduce dependence on natural gas for the sake of energy security. 

 

In line with enhanced regional cooperation, initiative has been taken to exchange power from neighboring countries. After completion of grid interconnection projects, 1160 MW power is now flowing from India to Bangladesh in two different points. Moreover, efforts are also undergoing to explore options of importing power from neighboring Myanmar, Nepal and Bhutan. As a matter of fact, process of importing 500 MW power from Nepal has been finalized.

 

Government has also taken measures to increase share of power generation from renewable sources. Alongside three wind power plants, BPDB is providing solar based power to many consumers of remote areas. BPDB has also implemented Grid tied Solar Power Projects at some places of the country. Many other projects are also under different stages of implementation. 

 

As a part of smooth revenue collection more than one third consumers of BPDB have already been brought under prepaid metering system. Rest will be covered by 2024 to ensure a hassle-free distribution sector.

 

Now ICT has become one of the main ingredients of all development activities. At BPDB, we are continuously working to implement and upgrade advanced digital technology in all arenas to provide its services significantly better. 

 

Transformation of technology is considered as an ever-changing phenomenon in technological advancement process. BPDB is adopting latest proven technology in the field of both generation and distribution which maximizes efficiency while minimizing environmental impact. 

 

Like before, being the mother organization, BPDB will maintain excellent working relation and seamless co-operation with other power sector entities to create a healthy and vibrant power sector in the country. 

 

Finally, consumer satisfaction is the ultimate goal of BPDB. So, we are committed to provide reliable and quality electricity to the consumers and are working smartly and consistently with the aim to transform BPDB into a world class organization.

 

Bangladesh has already become a developing country. Government has set a target to become an upper-middle income country by 2031 and a developed country by 2041. To fulfill this dream, there needs to be significant support from the power sector where BPDB promises to lead with all its effort. 

 

 
৩১ মে, ২০২২ বিউবোর সুবর্ণজয়ন্তীতে মাননীয় চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মাহবুবুর রহমান, বিউবো এর ভাষণ

 

মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসুরুল হামিদ এমপি, উপস্থিত সহকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি আজকে সত্যিই আনন্দে উদ্বেলিত বোধ করছি। কারণ আমি সেই ভাগ্যবান মানুষ যিনি একটি প্রতিষ্ঠানের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সেই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে উপস্থিত থাকার সৌভাগ্য হলো। এই বিরল সুযোগ পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রথমে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইতিহাসের এ মাহেন্দ্রক্ষণে আপনাদের সরব উপস্থিতি আমাদের সকলের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ খাতের প্রাচীনতম ও প্রধান প্রতিষ্ঠান, যেটি জাতির জনক ১৯৭২ সালের আজকের এই দিনে প্রতিষ্ঠা করেছিলেন। কালের পরিক্রমায় আজ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তার সফল যাত্রা অব্যাহত রেখে ৫০ বছর পূর্ণ করেছে। আমাদের অভিপ্রায়, আগামীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শত বছর এবং এর পর শতশত বছর অতিক্রম করুক। ১৯৭২ সালে মাত্র ৫০০ মেগাওয়াট স্থাপিত ক্ষমতা নিয়ে এদেশের বিদ্যুৎ খাতের যাত্রা শুরু যা এখন ২২ হাজার ৩০০ মেগাওয়াট অতিক্রম করেছে। বর্তমান সরকারের গত ১৩ বছরে বিদ্যুৎ খাতের উত্থান ছিল অভাবনীয়। ২০০৯ সালের চেয়ে উৎপাদন ক্ষমতা বেড়েছে প্রায় ৫ গুন। বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ২৭ থেকে বেড়ে হয়েছে ১৫২। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণের সকল সূচকেই অবিস্মরণীয় উন্নতি হয়েছে। তবে যেটিতে আমাদের উন্নতি দক্ষিণপূর্ব এশিয়ার সকল দেশকে ছাড়িয়ে গেছে তা হলো শতভাগ বিদ্যুতায়ন। বিদ্যুৎ খাতের সকল উন্নয়ন এখাতের সকল দপ্তর/ সংস্থা/ এবং কোম্পানির সমন্বিত প্রয়াসেরই ফসল।

 

তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন কর্মী হিসেবে আমি গৌরবান্বিত বোধ করি এই ভেবে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তার নিজস্ব বিকাশের পাশাপাশি অন্যদের বিকাশেও সহায়তা করে আসছে। বিদ্যুৎ খাতের অধিকাংশ প্রতিষ্ঠানেই বিউবো’র কর্মকর্তারা কর্ণধার হিসেবে কাজ করছেন। দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং যোগান দেয়ার সক্ষমতার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই মুহুর্তে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যে ১২ হাজার কর্মী কর্মরত রয়েছে আমি আজকের এই শুভ দিনে তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। গত ৫০ বছরে আমাদের  অনেক কঠিন সময় পার করতে হয়েছে। আমরা নিজেদের যোগ্যতায় টিকে থাকতে চাই, উন্নতি করতে চাই এবং সম্প্রসারিত হতে চাই। আমরা সুস্থ্য প্রতিযোগিতায় আমাদের দক্ষতা দিয়ে, আমাদের কাজ দিয়ে উন্নতি এবং সংহতি নিশ্চিত করতে চাই। ৫০ বছরের এই পরিণত প্রতিষ্ঠানটি স্বাধীনতার পর যেমন সকল উন্নয়নের চালিকাশক্তি হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যাত্রা শুরু করেছিল, পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সম্প্রসারণশীল বিদ্যুৎ খাতের থিঙ্ক ট্যাংক হিসেবেও অবদান রেখেছিল। আগামীতেও এগিয়ে যাওয়ার এবং দেশকে এগিয়ে নেয়ার সকল প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে।

 

মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মহোদয় গত প্রায় এক দশক বিদ্যুৎ ও জ্বালানি খাতের নেতৃত্ব দিয়ে আসছেন। বিদ্যুৎ খাতের উন্নয়নে মাননীয় প্রতিমন্ত্রীর গতিশীল নেতৃত্বের কথা উল্লেখ না করলে ইতিহাসকে অস্বীকার করা হবে। স্যার সময়ের চেয়ে অনেক ধাপ এগিয়ে থাকেন এবং আছেন। ডিজিটাল ব্যবস্থাপনা কি এটা আমরা যা বুঝি, মাননীয় প্রতিমন্ত্রী তার চেয়ে বেশী বোঝেন। Tech-Savvy  প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা মত আমরা এখন ডিজিটাল ব্যবস্থাপনায় নিজেদের transform করছি। এক্ষেত্রে আমরা যত সফল হবো দেশের বিদ্যুৎ ব্যবস্থা ততই সংহত হবে এবং গ্রাহক সেবা নিশ্চিত হবে।

 

বঙ্গবন্ধুর হাতে গড়া এই প্রতিষ্ঠানের মর্যাদা সমুন্নত রাখতে পিডিবি’র কর্মীরা প্রাণান্ত প্রচেষ্টা অব্যাহত রাখবে,  দেশের মানুষের প্রতি দায়িত্ব শতভাগ নিষ্ঠার সাথে পালন করবে এই পতিশ্রুতি পিডিবি’র ১২ হাজার কর্মীর পক্ষ থেকে আজ আমি ব্যক্ত করছি। তবে এযাত্রায় সকলের সহযোগিতা কাম্য। আমরা যাতে আমাদের দক্ষতা সঠিকভাবে কাজে লাগাতে পারি তার জন্য মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং নীতি নির্ধারক মহল অতীতেও আমাদের পথ দেখিয়েছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে এই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত সকলকে আবারো পিডিবি’র সুবর্ণজয়ন্তীর এই শুভলগ্নে প্রাণঢালা শুভেচ্ছা। 

 

 

(বিউবো’র চেয়ারম্যান হিসেবে পুনঃনিযুক্ত হওয়ায় গত ৪ সেপ্টেম্বর, ২০২২ কর্মকর্তাদের উদ্দেশ্যে

মাননীয় চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মাহবুবুর রহমান এর ভাষণ)

 

নিজেদের সক্ষমতা অতিক্রম করে সততা

সাহসিকতা ও সুশৃংখলভাবে কাজ করতে হবে

- বিউবো চেয়ারম্যান

 

বিউবো চেয়ারম্যান হিসেবে পুনঃনিযুক্ত হওয়ায় আমার কাছে সরকারের প্রত্যাশা যেমন বেশি, আপনাদের কাছেও আমার প্রত্যাশা অনেক বেশি থাকবে। নিজেদের সক্ষমতা অতিক্রম করার চেষ্টা করতে হবে। সততা, সাহসিকতা, সময়ানুবর্তিতা এবং সুশৃংখলভাবে সবাইকে কাজ করতে হবে। 

 

গত ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী এক বছরের জন্য সংস্থাটি পরিচালনার যে দায়িত্ব আমি পেয়েছি সেটিকে আমি বিদ্যুৎ খাত এবং দেশের সেবা করার একটি বিশেষ সুযোগ হিসেবে বিবেচনা করছি। ৭ মাস আগে যখন আমি চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহণ করেছিলাম তার চাইতে এবারের দায়িত্বে আমার উপর সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পলিসি মেকারস্ এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনেক বেশি থাকবে। তাই এ দায়িত্ব সুচারুরূপে পালনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

 

ইতোপূর্বে ৭ মাস আগে বিউবো’র চেয়ারম্যান হিসেবে প্রথমবার দায়িত্ব গ্রহণকালে আমার প্রত্যাশার কথাগুলো আমি ব্যক্ত করেছিলাম। আপনারা কর্ম সম্পাদনকালে সেগুলো বার বার স্মরণ করার চেষ্টা করবেন।

 

নতুনভাবে পাওয়া এই পুরনো দায়িত্ব পালনের শুরুতে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে আজকে আপনারা এবং এই আমি বর্তমানের নিজ নিজ অবস্থানে অধিষ্ঠিত থাকতে পারতাম কিনা সেই জিজ্ঞাসার নিশ্চয়ই অবকাশ আছে। 

 

এখন আমরা উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়ায় প্রবেশ করে ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখছি। যে স্বপ্নের বীজ বপন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সে স্বপ্ন বাস্তবায়নের পথ পরিক্রমায় নেতৃত্ব দিচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সম্প্রতি আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুবর্ণজয়ন্তী পালন করেছি। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি তারা সবাই এই তিনটি ঐতিহাসিক অর্জনের প্রত্যক্ষ স্বাক্ষী এবং অংশগ্রহণকারী হওয়ার বিরল সৌভাগ্যবান।

 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুবর্ণজয়ন্তীতে আমাদের এখন পিছনে ফিরে দেখতে হবে এই ৫০ বছরে আমরা জাতিকে কী দিয়েছি। দেশকে আলোকিত করতে গিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাফল্য এবং যদি কোন ব্যর্থতার পরিচয় দিয়ে থাকি তা মূল্যায়ন করে ভবিষ্যতের পথ নির্দেশিকা তৈরি করতে হবে। পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের এখন নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে। আমাদের সকলের গুরুদায়িত্ব হচ্ছে সাফল্যমণ্ডিত অধ্যায়কে সমুন্নত রেখে সামনে এগিয়ে চলা।

 

আমরা এখন এক বৈশ্বিক অস্থিরতার সময় অতিক্রম করছি। করোনা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ আরো কিছু বৈশ্বিক বিষয়ের অভিঘাত আমাদেরকে স্পর্শ করেছে। মাত্র কিছুদিন আগে আমরা যে শতভাগ বিদ্যুতায়নের সাফল্য উদযাপন করলাম, বৈশ্বিক অভিঘাতে তা কিছুটা হলেও ম্লান হয়েছে। কারণ, গ্যাসের অপ্রতুলতা এবং তরল জ্বালানির উচ্চ মূল্যের কারণে ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে আমাদের সীমিত এবং পরিকল্পিত লোডশেডিংয়ে যেতে হয়েছে। আমরা আশা করছি শীঘ্রই আমরা এ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো। এরকম একটি পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কিন্তু ভবিষ্যতে আমাদের কর্মপরিকল্পনায় এসকল আপাতঃ unseen বা সম্ভাব্য কি কি অসুবিধার সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকতে পারে সেটি চিন্তা এবং অনুধাবন করার দূরদৃষ্টি থাকতে হবে। এ দায়িত্ব বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকেই নিতে হবে।

 

উৎপাদন, বিতরণ, পরিকল্পনা, অর্থ এবং প্রশাসন এর দায়িত্বে যাঁরা আছেন তাঁদের উদ্দেশ্যে আমার বক্তব্য, নিজ নিজ ক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্বশীলতার সাথে আপনারা কাজ করছেন এবং করে যেতে হবে। কাজে স্বচ্ছতা থাকতে হবে। কাউকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা বা হয়রানি করা যাবে না। বিউবো’র চেয়ারম্যান হিসেবে আমি চাইনা কোনো অভিযোগ আসুক। অর্থাৎ নিচ থেকে উপর পর্যন্ত সকলকেই আমাদের এমনভাবে দায়িত্ব পালন করতে হবে যাতে অভিযোগের সুযোগ কম সৃষ্টি হয়। সংস্থা প্রধান হিসেবে, বিউবো’র কর্মকর্তা-কর্মচারীদের অভিভাবক হিসেবে আপনাদের সকল সুবিধা-অসুবিধা দেখা আমার দায়িত্বেরই অংশ। কিন্তু আপনাদের শতভাগ উজাড় করে কাজ করতে হবে।

 

আমাদের বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ বা অকেজো হয়ে পড়ে আছে। যেমন হরিপুর বিদ্যুৎ কেন্দ্র, ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্র, টঙ্গী বিদ্যুৎ কেন্দ্র, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ১, ২ ও ৬ নং ইউনিট। এ সকল স্থানে নতুন করে পরিকল্পনা করার পাশাপাশি ভবিষ্যতের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে আরো কিছু নতুন প্রকল্প হাতে নিতে হবে। চলমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পসমূহ নির্ধারিত মেয়াদে সম্পাদনসহ রাজস্ব খাতের আওতায় বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে যে মেজর মেইনটেনেন্স, ওভারহলিং এবং HGP-এর কাজসমূহ চলমান সেগুলো দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিচ্ছি।

 

মহেশখালীতে আমাদের অধিগ্রহণকৃত জমির সর্বোত্তম ব্যবহারের ক্ষেত্রে অধিকতর দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। সেখানে রিনিউএবল এনার্জি হিসেবে উইন্ড এবং সোলার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট করা হবে। উইন্ডের ক্ষেত্রে অফশোর এবং অনশোর এই-দুই ক্ষেত্রেই সমানভাবেই আমরা Exploring এর দিকে যাচ্ছি। এখন ইউরোপে স্বল্প উচ্চতায় স্বল্প উইন্ড ভেলোসিটিতে ফ্লাওয়ার টারবাইন, যেটা টিউলিপ ফুলের ডিজাইনে করা সেই ধরনের উইন্ড পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হচ্ছে। এ ধরনের পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে আমাদেরকে দ্রুত এডাপ্ট করতে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেও ইতোমধ্যে হাইড্রোজেন ফুয়েল ভিত্তিক প্রকল্প নিয়ে কাজ করার জন্য হাইড্রোজেন ফুয়েল সেল খোলার প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য আমরা বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্বাগত জানাই। মহেশখালীতে হাইড্রোজেন ফুয়েল বেইজড পাওয়ার প্ল্যান্ট, মডিউলার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এলএনজি বেইজড কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ও কোল বেইজড এ্যামোনিয়া টু ফায়ারিং প্রজেক্ট, আল্ট্রাসুপার ক্রিটিক্যাল ফ্লেক্স অপারেশন ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ছাড়াও সেখানে যৌথ উদ্যোগে পাওয়ার ইক্যুইপমেন্টের বিভিন্ন সামগ্রী যেমন-পাওয়ার প্ল্যান্টের স্পেয়ার পার্টস, গ্যাস টারবাইন ফিল্টার, স্মার্ট মিটার, সোলার প্ল্যান্ট ইক্যুইপমেন্ট, ইলেকট্রিক্যাল ভেহিক্যাল ইন্ডাস্ট্রি, এনার্জি স্টোরেজ ব্যাটারি, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইত্যাদি নির্মাণ করার বিভিন্ন প্রস্তাবনা আসছে। আমরা সেই লক্ষ্যেই অগ্রসর হবো।

 

ক্রস বর্ডার পাওয়ার ট্রেডের ক্ষেত্রে কিছু ভিন্নমাত্রা যোগ করার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি রাষ্ট্রীয়ভাবে নেপালে JWG এবং JSC মিটিং-এ অংশগ্রহণকালে সম্মিলিত সিদ্ধান্ত এসেছে। নেপাল থেকে আমরা ৫০ মেঃওঃ বিদ্যুৎ ক্রয় করে খুব শীঘ্রই আমাদের Existing ক্রসবর্ডার সঞ্চালন লাইন ভেড়ামারা বহরমপুর দিয়ে নিয়ে আসবো। এতে নেপালের সাথে আমাদের জিও পলিটিক্যাল ইন্টিগ্রেশন আরো বাড়বে। আমাদের পলিসি মেকার মাননীয় প্রধানমন্ত্রী এটাই দেখতে চান। আমরা ইন্ডিয়ান এনার্জি একচেঞ্জের মাধ্যমে আরো ৫০ মেঃওঃ বিদ্যুৎ ক্রয় করতে চাই এবং সেই লক্ষ্যে কাজ অনেক দূর এগিয়েছে এবং বিদ্যমান সঞ্চালন লাইন দিয়েই এটা করা সম্ভব। এই দুই ক্ষেত্রেই আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে এগ্রেসিভলি অগ্রসর করে নিতে চাই।

 

প্রি-পেইড মিটারিং এ আমরা এগুচ্ছি। ইতোমধ্যে প্রায় ১৪ লক্ষেরও বেশি প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে। যার ফলে আমাদের সিস্টেম লস সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। ২০২৬ সালের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা শতভাগ প্রি-পেইড মিটার বাস্তবায়ন করা।

 

বর্তমানে ১৩২ কেভি কনজ্যুমারসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ সিস্টেম লস প্রায় ৬.৬%। আমাদের লক্ষ্যমাত্রা এ সিস্টেম লস ৫% এর নিচে নামিয়ে আনা। সে লক্ষ্যে ডিস্ট্রিবিউশন সিস্টেমের প্রোপার মনিটরিং করতে হবে। বিতরণ খাতের আরো উন্নয়নের জন্য কম্প্রিহেনসিভ ডিস্ট্রিবিউশন সিস্টেম মাস্টার প্ল্যান; কনভার্সন অব AIS to GIS Sub-Station, SCADA সিস্টেম ইন্টিগ্রেটেড উইথ GIS, আন্ডার গ্রাউন্ড কেবলিং, হিল ট্রাক্টস মর্ডানাইজেশন এ্যান্ড এক্সপান্ডেড ইলেকট্রিফিকেশন ইত্যাদি প্রকল্পগুলো চলমান রয়েছে এবং আরো নতুন প্রকল্প আমাদের গ্রহণ করতে হবে।

 

আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে কাজ করছি। যেগুলো সময়ের সঙ্গে আরো কিছু মডিফাই করে, নীড বেইজ করে এগুতে হবে। অনেক চ্যালেঞ্জ সামনে রয়েছে। আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করছি, অপটিমাইজেশন ফর লিস্ট কস্ট জেনারেশনের জন্য প্রোমোটিং এনার্জি এফিসিয়েন্সি এ্যান্ড কনজারভেশন, প্রোমোটিং রিনিউএবল এনার্জি পেনিট্রেশন, আপ লিফটিং টেকনো কমার্শিয়াল এফিসিয়েন্সি, প্রমোটিং কস্ট অব দ্য রিফ্লেকটিভ ট্যারিফ। অর্থাৎ আমাদের ট্যারিফ হতে হবে ট্রু কস্ট ফর সাপ্লায়িং অব ইলেকট্রিসিটি, এর রিফ্লেকশন ট্যারিফে থাকবে। সরকারের সাবসিডির উপর নির্ভরশীলতা ক্রমান্বয়ে নিরসন করতে হবে।

 

হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে আমাদের কাজ করার Scope রয়েছে। আমরা চেঞ্জ ম্যানেজমেন্টের উপর জোর দিব। এডাপ্টিভ এবং ট্রান্সফরমেশনাল যে চেঞ্জগুলো আসবে সেগুলোকে খুব দ্রুত এডাপ্ট করার মত চেঞ্জ ম্যানেজমেন্টগুলো আমাদেরকে ভালোভাবে রপ্ত করতে হবে। বিদ্যমান Work force কে Up skill এবং Reskill করতে হবে। Soft skill এর জন্য special team build up করা হবে। এখানে গ্রুমিং ফর ফিউচার লিডারস, কন্ট্রাক্ট নেগোসিয়েশন, কন্ট্রাক্ট এডমিনিস্ট্রেশন, মাস্টার অব সেরিমনিস, প্রেজেন্টেশন, প্রিপারেশন অব মিনিটস, নেটওয়ার্কিং এ্যান্ড পারসোনাল রিলেশনশিপস ইত্যাদি বিষয়ের প্রতি জোর দিতে চাই।

 

বঙ্গবন্ধুর হাতে গড়া এই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানকে স্বমহিমায় প্রতিষ্ঠিত রাখার সকল কৌশল ও বাস্তবসম্মত পদক্ষেপ আমাদের নিতে হবে। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ, উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিদ্যুৎ খাতের প্রধান সমন্বয়ক, অগ্রণী ভূমিকায় ও নেতৃত্বে যেন থাকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সেই প্রত্যাশা আমি লালন করি।

 

আমি প্রকৃত অভিনন্দিত তখনই হবো, যখন আপনাদের পূর্ণ সহযোগিতা নিয়ে সফলভাবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবো। আমি স্বপ্ন দেখি, আমার প্রিয় এই প্রতিষ্ঠানটি হবে ১০০% ডিজিটাল, সর্বোচ্চ প্রয়োগ থাকবে আইসিটি এবং অটোমেশনের। এছাড়া, Informed ডিসিশন এবং Data Driven ডিসিশন মেকিংয়ে আমরা হবো প্রারম্ভ। বিদ্যুৎ সেক্টরে আমরা চলতে চাই ‘সবার সাথে কিন্তু সবার আগে’। আসুন আমরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে একটি ভিন্ন এবং নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশায় সুচিন্তিত কর্ম পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাই।

 

 

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon